চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

আকরিক লোহা উৎপাদনে রেকর্ড

প্রকাশ: ৩ মে, ২০২৩ ১:১৬ : অপরাহ্ণ

ভারতের রাষ্ট্র নিয়ন্ত্রিত কোম্পানি এনএমডিসি মঙ্গলবার (২ মে) জানিয়েছে, ২০২৩ সালের এপ্রিলে রেকর্ড ৩ দশমিক ৫১ মিলিয়ন টন আকরিক লোহা উৎপাদন হয়েছে। সেই সঙ্গে বিক্রি হয়েছে সর্বোচ্চ ৩ দশমিক ৪৩ মিলিয়ন টন।

ভারতীয় ব্যবসাভিত্তিক প্রভাবশালী সংবাদমাদ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, ২০২২ সালের একই সময়ের চেয়ে আলোচ্য মাসে লৌহ আকরিকের উৎপাদন বেড়েছে ১১ দশমিক ৪২ শতাংশ। আর বিক্রি বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ।এনএমডিসির পর্যাপ্ত বিনিয়োগ, অত্যাধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম ব্যবহার এবং উদ্ভাবন ও টেকসই নির্মাণে গুরুত্ব দেয়ায় এ সাফল্য এসেছে।

 

 

ইস্পাত মন্ত্রণালয় জানিয়েছে, ২০২২-২৩ অর্থবছরে ৪০ মিলিয়ন টন আকরিক লোহা উৎপাদনের মাইলফলক ছাড়িয়ে যাচ্ছে কোম্পানিটি। ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে যা গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বিশ্বের অন্যতম শীর্ষ আকরিক লোহা উৎপাদক ভারত। পাশাপাশি সর্বোচ্চ ভোক্তা দেশও। নিজেদের বিভিন্ন শিল্প-কারখানায় গুরুত্বপূর্ণ ধাতুটির ক্রমবর্ধমান চাহিদা পূরণে এখন সক্ষম দেশটি।

আকরিক লোহা ছাড়াও তামা, রক ফসফেট, চুনাপাথর, ডলোমাইট ও জিপসাম উৎপাদন করে হায়দরাবাদ ভিত্তিক প্রতিষ্ঠানটি।

 

 

সূত্র: চ্যানেল২৪

Print Friendly and PDF