চট্টগ্রাম, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জুনে গ্যাস যাবে বগুড়া থেকে নীলফামারী

প্রকাশ: ২ মে, ২০২৩ ১১:৪১ : পূর্বাহ্ণ

 নীলফামারীতে দ্রুতগতিতে এগিয়ে চলছে গ্যাস সঞ্চালন পাইপলাইন স্থাপনের কাজ। বগুড়া থেকে উত্তরা ইপিজেড পর্যন্ত পাইপলাইন স্থাপন করছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড। আগামী জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষে উত্তরা ইপিজেডে গ্যাস সংযোগ দেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

 

২০১৮ সালের নভেম্বরে ১ হাজার ৩৭৮ কোটি ৫৫ লাখ টাকা ব্যয় ধরে ‘বগুড়া-রংপুর-সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপ লাইন নির্মাণ’ প্রকল্পের অনুমোদন দেয় একনেক। এই  প্রকল্পের আওতায় ছয়টি নদী ও দুটি খাল খনন কার্যক্রমসহ পাইপ স্থাপনের কাজ ৯৮ শতাংশ শেষ হয়েছে।

 

 

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, বাকি কাজ শেষ হলে আগামী জুনের মধ্যেই নীলফামারীসহ উত্তরাঞ্চলের ১১টি জেলার শিল্প কলকারখানায় গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।

গ্যাস সরবরাহের ফলে নীলফামারী শিল্পাঞ্চল জেলায় পরিণত হবে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি হবে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা।

 

 

এদিকে, উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক নাজমুল আলম বলছেন, ইপিজেডে গ্যাস সরবরাহের ফলে উৎপাদন বাড়ার পাশাপাশি গ্যাসভিত্তিক শিল্পকারখানায় বিনিয়োগ বাড়বে।

প্রকল্প বাস্তবায়িত হলে জেলায় বিদ্যুতের ঘাটতি মেটানো এবং আর্থ সামাজিক উন্নয়নে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ও শিল্প প্রতিষ্ঠানসহ বাণিজ্যিক ভাবে প্রাকৃতিক গ্যাস সরবররাহ করা সম্ভব হবে।

 

 

সূত্র –বৈশাখ অনলাইন

Print Friendly and PDF