চট্টগ্রাম, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টোকিও কলেজে শিক্ষকতা করবেন জ্যাক মা

প্রকাশ: ১ মে, ২০২৩ ১:২০ : অপরাহ্ণ

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ে পরিচালিত টোকিও কলেজে ভিজিটিং প্রফেসর হিসেবে যোগ দিয়েছেন আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাক মা। কলেজটি ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়। কলেজটিতে যোগ দেওয়ার জন্য জ্যাক মাকে আমন্ত্রণ জানানোর তথ্য নিশ্চিত করেছে টোকিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। খবর রয়টার্সের

চলতি বছরের অক্টোবর পর্যন্ত জ্যাক মা কলেজটিতে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন। এরপর নিয়োগের চুক্তিটি বার্ষিক ভিত্তিতে নবায়ন করা হবে।

টোকিও কলেজের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, জ্যাক মা ২০২৩ সালের ১ মে থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

 

 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জ্যাক মা মূলত বিভিন্ন গুরুত্বপূর্ণ গবেষণা বিষয়ে পরামর্শ দেবেন। তিনি ব্যবস্থাপনা ও ব্যবসা স্টার্টআপ বিষয়ে বক্তব্য দেওয়াসহ নানা কাজে নিযুক্ত থাকবেন।

বেশ কিছুদিন ধরে নিজ দেশে সরকারি খড়্গের মুখে পড়েছিল আলিবাবা। এক বছরের বেশি সময় বিদেশে অবস্থান শেষে জ্যাক মা গত মার্চে চীনে ফিরেছিলেন। এখন তার টোকিও কলেজে যোগ দেওয়ার খবর এল।

 

 

সূত্র – চ্যানেল২৪

Print Friendly and PDF