চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ বিশ্বব্যাংকের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ১ মে, ২০২৩ ১:০৭ : অপরাহ্ণ

যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার স্থানীয় সময় সকাল ১১টায় এবং বাংলাদেশ সময় রাত ৯টায় বাংলাদেশ ও বিশ্বব্যাংকের ৫০ বছরের অংশীদারিত্ব উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন।

বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে ‘রিফ্লেকশন অন ফিফটি ইয়ারস অব বাংলাদেশ-ওয়ার্ল্ড ব্যাংক পার্টিনারশিপ’- শীর্ষক এক সেমিনার অুনষ্ঠিত হবে। সেমিনারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস বক্তব্য রাখবেন।

বিশ্বব্যাংকের বোর্ড সদস্যদের সাথেও এদিন বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

 

 

 

এছাড়া স্থানীয় সময় সোমবার সকালে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের সাথে যৌথভাবে চিত্র প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে, শিশুদের নৃত্য পরিবেশনা পর্যবেক্ষণ করবেন। বিশ্বব্যাংকে কর্মরত বাংলাদেশি কর্মকর্তাদের সাথে দেখা করা ও আলোকচিত্র ধারনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

বিশ্বব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সাথে মধ্যাহ্নভোজে অংশ নিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবগুলো অনুষ্ঠানই বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

 

 

 

সূত্র –বৈশাখ অনলাইন

Print Friendly and PDF