প্রকাশ: ৩০ এপ্রিল, ২০২৩ ১২:২৮ : অপরাহ্ণ
একের পর এক প্রাণনাশের হুমকি, তাই ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা নিয়ে চলেন বলিউড ‘ভাইজান’ সালমান খান। ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’। বক্স অফিসে আশানুরূপ ব্যবসা করতে পারছে না সিনেমাটি। তবে সেই ব্যর্থতার চেয়েও এই মুহূর্তে ভাইজানের মাথাব্যথা— সারাক্ষণ বন্দুকের ঘেরাটোপে থাকা নিয়ে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এ নিয়ে মুখ খুলেছেন সালমান। জানালেন, প্রতি মুহূর্তে নিরাপত্তা নিয়ে চলা ও প্রাণনাশের হুমকির টেনশনের মোকাবিলা করার অভিজ্ঞতাটা ঠিক কেমন।
এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে জানানো হয়, এক টিভি চ্যানেলের অনুষ্ঠানে এসেছিলেন সালমান। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘নিরাপত্তাহীনতার থেকে নিরাপত্তা অনেক ভাল। হ্যাঁ, নিরাপত্তা রয়েছে। এখন আর একটা বাইসাইকেল নিয়ে রাস্তায় যাওয়া কিংবা একা একা কোথায় যাওয়া সম্ভব নয়।
‘তার চেয়েও বড় কথা, আজকাল আমি ট্র্যাফিকে থামলেই চারপাশে নিরাপত্তা এত বেশি থাকে, অন্য মানুষদের অসুবিধা হয়। সবাই আমার দিকে তাকায়। আর আমার বেচারি ফ্যানেরা! খুব গুরুতর হুমকি বলেই এত বেশি নিরাপত্তা।’
তবে শেষ পর্যন্ত ঈশ্বরেই ভরসা রাখছেন ভাইজান। জানিয়েছেন, যেভাবে সারাক্ষণ তাকে ঘিরে থাকে বন্দুক, তাতে তিনি নিজেও খুব ভয়ে ভয়ে রয়েছেন।
উল্লেখ্য, গ্যাংস্টার বিষ্ণোইয়ের গ্যাং বারবার সালমানকে হত্যার হুমকি দিয়ে চলেছে। এরপর থেকেই এমন জোড়ালো নিরাপত্তায় রয়েছেন তিনি। মুম্বাই পুলিশের থেকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান তিনি।
সূত্র – চ্যানেল২৪