প্রকাশ: ৩০ এপ্রিল, ২০২৩ ৩:০৭ : অপরাহ্ণ
অবৈধভাবে ৫৭.৭৯ কোটি টাকা আত্মসাৎ ও প্রায় ২২ কোটি টাকা পাচারের মামলায় অনলাইন জুয়ার কারবারি সেলিম প্রধানের ৮ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৩০) ঢাকার বিশেষ জজ আদালত ৮ এর বিচারক মো বদরুল আলম ভুইয়া এ রায় দেন। এ সময় আদালত বলে, দুর্নীতিবাজদের কাছে ছেলে মেয়ে বিয়ে নয়, সামাজিক অনুষ্ঠানে দাওয়াত দিবেন না, দুর্নীতিবাজদের সামাজিক ভাবে বয়কট করতে হবে।
অনলাইনে ক্যাসিনো পরিচালনার অভিযোগে ২০১৯ গ্রেপ্তার হওয়ার পর আলোচনায় আসেন সেলিম প্রধান। তার বিরুদ্ধে থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের অভিযোগ আছে।
সেলিম প্রধানকে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাংককগামী থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে গ্রেপ্তার করা হয়।
সেদিন রাতে গুলশানে তার অফিস ও বাসায় অভিযান চালিয়ে তার তিন সহযোগী আখতারুজ্জামান, রোমান ও মাসুমকে গ্রেপ্তার করে র্যাব। তার বিরুদ্ধে মাদকসহ আরও তিনটি মামলা দায়ের করা হয়। ঢাকার বিভিন্ন আদালতে মামলাগুলোর বিচার চলছে।
সূত্র – চ্যানেল২৪