প্রকাশ: ২৯ এপ্রিল, ২০২৩ ২:০০ : অপরাহ্ণ
অতিরিক্ত তাপমাত্রার কারণে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দাড়িয়াপুর এলাকায় আবারও বেঁকে গেছে রেললাইন। এর ফলে আপলাইনে ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে ডাউন লাইন দিয়ে ধীর গতিতে ট্রেন চলাচল করছে।
শনিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় এ রেললাইনটি আপলাইনে বেকে যায়।আখাউড়া রেলওয়ে জংশনের সহকারী নির্বাহী প্রকৌশলী মেহেদী আহসান আহম্মেদ তারেক বলেন, গরমের কারণে আবারও রেললাইনটি আপলাইনে বেঁকে যায়, এরপর থেকেই বন্ধ হয়ে পড়ে এ লাইনে ট্রেন চলাচল।
উল্লেখ্য, গত বৃহস্পতিবারও দুপুরে এই এলাকায় গরমের কারণে আপলাইনটিও বেকে গিয়েছিল। প্রায় ত্রিশ ঘন্টা উদ্ধার কাজ শেষে গতকাল শুক্রবার সন্ধ্যায় আপলাইনটি চালু করা হয়। রাত না পোহাতেই আবারো বেঁকে গেলো রেললাইন।
সূত্র – চ্যানেল২৪