চট্টগ্রাম, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ , ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আরও দর হারালো এলএনজি

প্রকাশ: ২৯ এপ্রিল, ২০২৩ ১:০৩ : অপরাহ্ণ

এশিয়ার স্পট মার্কেটে চলতি সপ্তাহে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দর আরও কমেছে। গত ২২ মাসের মধ্যে যা সর্বনিম্ন। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, এশিয়ায় এলএনজির চাহিদা কমেছে। বিশেষ করে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতি চীন, জাপান, দক্ষিণ কোরিয়ায় তা হ্রাস পেয়েছে। ফলে জ্বালানি পণ্যটির দাম আরও নিম্নমুখী হয়েছে।

উত্তর-পূর্ব এশিয়ায় আগামী জুন মাসের এলএনজির গড় সরবরাহ মূল্য কমেছে। এ সপ্তাহে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটের (এমএমবিটিইউ) দর স্থির হয়েছে ১১ ডলার ৫ সেন্টে। আগের সপ্তাহ থেকে যা ৩ দশমিক ৮ শতাংশ কম।

 

 

 

শিল্প-বাণিজ্য সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। এশিয়ায় এলএনজির চাহিদা কমেছে। তবে স্পট মার্কেটে ঝুঁকেছে ইউরোপ।

ট্রিডেন্ট এলএনজির বৈশ্বিক ব্যবসার প্রধান টবি কপসন বলেন,চলতি মৌসুমে এলএনজি তেমন দরকার হচ্ছে না। ফলে চাহিদা হ্রাস পেয়েছে। স্বাভাবিকভাবেই সঙ্গে জ্বালানি পণ্যটির দরপতন ঘটেছে।

তিনি বলেন, এলএনজির দর কমার বড় সুবিধা নিচ্ছে দক্ষিণ এশিয়া ও ভারতীয় উপমহাদেশের দেশগুলো। অধিক হারে জ্বালানি পণ্যটি কিনছে তারা। সেই সঙ্গে মজুতও বাড়াচ্ছে।

 

 

 

সূত্র – চ্যানেল২৪

Print Friendly and PDF