চট্টগ্রাম, রোববার, ৫ জানুয়ারী ২০২৫ , ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

৬ বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২৩ ৩:১৩ : অপরাহ্ণ

 ঢাকাসহ দেশের তিনটি বিভাগে এবং চারটি জেলায় মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। বাড়ছে গরম। তবে দুই তিনদিনের মধ্যে তাপমাত্রা কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম ও বরিশালসহ ৬ বিভাগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পূর্বাভাসে। দু’তিনদিন পর সারাদেশেই বৃষ্টির  প্রবণতা বাড়বে।

 

 

সারাদেশে তীব্র তাপপ্রবাহের পর এক সপ্তাহ ধরে গরম অনেকটাই কমে গিয়েছিল। স্বস্তিতেই ছিলেন সাধারণ মানুষ। তবে দু’দিন ধরে গরম আবারও বেড়েছে।

ঈদের ছুটি শেষে রাজধানী যখন ফিরছে কর্মব্যস্ততায়, তখন গরম জনজীবনে অস্বস্তি বাড়িয়েছে। কায়িক পরিশ্রম যারা করছেন তাদের কষ্টটা একটু বেশি। স্বস্তি পেতে গাছের ছায়ায় নিজেকে জিরিয়ে নিচ্ছেন কেউ কেউ।

 

 

তবে গরম কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জানিয়েছে, ঢাকাসহ ছয় বিভাগে বৃষ্টি হতে পারে। সামনের দিনগুলোতে বৃষ্টি আরও বাড়বে। আপাতত দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের কোন আশঙ্কা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

 

সূত্র:বৈশাখী অনলাইন

Print Friendly and PDF