চট্টগ্রাম, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ , ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মা সেতুতে ছবি তুললেন রাষ্ট্রপতি

প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২৩ ১:৪২ : অপরাহ্ণ

 

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর আগে পদ্মা সেতুতে নেমে তিনি পরিবারের সঙ্গে ছবি তুলেছেন।

 

 

 

 

 

বুধবার (২৬ এপ্রিল) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি।

 

 

 

এদিকে রাষ্ট্রপতির আগমন উপলক্ষে ইতোমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সেই সঙ্গে সমাধিসৌধ কমপ্লেক্সসহ আশপাশের এলাকায় নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি।

 

 

 

শ্রদ্ধা নিবেদন শেষে সমাধি কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর বাড়িতে মধ্যাহ্নভোজের বিরতিতে যাবেন। পরে বিকেলেই সড়ক পথে ঢাকার উদ্দেশ্য রওনা হবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

 

 

 

 

সূত্র:চ্যানেল ২৪ অনলাইন

 

Print Friendly and PDF