চট্টগ্রাম, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বর্ণের দর আরও নিম্নমুখী

প্রকাশ: ২৪ এপ্রিল, ২০২৩ ৪:১০ : অপরাহ্ণ

আন্তর্জাতিক বাজারে সোমবার (২৪ এপ্রিল) স্বর্ণের দর আরও নিম্নমুখী হয়েছে। এ নিয়ে টানা ২ কার্যদিবসে মূল্যবান ধাতুটির মূল্য হ্রাস পেলো। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

 

 

 

 

 

 

এতে বলা হয়, সুদের হার বৃদ্ধির কৌশল সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে কেন্দ্রীয় ব্যাংকের বৈঠকগুলোতে মনোনিবেশ করেছেন বিনিয়োগকারীরা। তারা মনে করছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অগ্রগতি হয়েছে কিনা, সেসব বৈঠকেই মোটামুটি নিশ্চিত হওয়া যাবে।

 

 

 

 

 

 

এদিন আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ১ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ১৯৮০ ডলার ৫৯ সেন্টে।

তবে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য অপরিবর্তিত আছে। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ১৯৯১ ডলার ১০ সেন্টে

 

 

 

 

 

সুদের হার বৃদ্ধি স্বর্ণের জন্য স্পর্শকাতর। এতে ডলারের দাম বেড়ে যায়। ফলে ব্যবসায়ীদের কাছে আকর্ষণ হারায় গুরুত্বপূর্ণ ধাতুটি। কারণ, অন্যান্য মুদ্রা ধারণকারীদের কাছে বুলিয়ন কেনা ব্যয়বহুল হয়ে পড়ে।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্যে দেখা যায়, আগামী ২-৩ মে বৈঠক করবেন ইউএস ফেডারেল রিজার্ভের (ফেড) নীতি-নির্ধারকরা। সেখানে ২৫ বেসিস পয়েন্ট সুদহার বাড়াতে পারেন তারা। সেই সম্ভাবনা আছে ৮৬ দশমিক ৩ শতাংশ।

আইজির বাজার বিশ্লেষক ইয়েপ জুন রঙ বলেন, গত শুক্রবার পারচেজিং ম্যানেজার ইনডেক্স (পিএমআই) ডেটা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তাতে দেখা গেছে, দেশটির অর্থনীতি দুর্বল হয়েছে। এতে মার্কিন ট্রেজারি ইল্ড ঊর্ধ্বমুখী হয়েছে। ফলে স্বর্ণের দামের ওপর নিম্নমুখী চাপ বজায় থাকছে।

 

 

সূত্র: চ্যানেল ২৪ অনলাইন

Print Friendly and PDF