চট্টগ্রাম, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদের ছুটি শেষে খুললো অফিস-আদালত

প্রকাশ: ২৪ এপ্রিল, ২০২৩ ১২:৩৮ : অপরাহ্ণ

 

 

টানা ৫ দিনের ঈদের ছুটি শেষে আজ থেকে শুরু হচ্ছে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কার্যক্রম। ছুটি শেষে অফিসে এসে সবার সাথে ঈদ পরবর্তী কুশলাদি বিনিময় করছেন সবাই।

 

 

 

 

 

 

এদিকে ব্যাংকপাড়া ও অফিস আদালতে এখনো রয়েছে ঈদের আমেজ। তেমন কর্মব্যস্ততা দেখা যায়নি। আজ থেকে আবার আগের নিয়মে ৯টা থেকে ৫টা পর্যন্ত চলবে সরকারি অফিস আদালতের কার্যক্রম।

সোমবার (২৪ এপ্রিল) সকাল থেকে রাজধানীতে ফিরতে দেখা গেছে কর্মজীবী মানুষদের। বাস-ট্রেন ও লঞ্চে করে বাড়ি থেকে কাজের ঠিকানায় ফিরছেন অনেকেই।
এ বছর শবে কদরের ছুটির পর ঈদের ছুটি শুরু হওয়ার আগে গত ২০ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা ছিল। ঈদুল ফিতরের ছুটির সঙ্গে ওইদিন (২০ এপ্রিল) বাড়তি একদিন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার।
সূত্রঃ- চ্যানেল ২৪ অনলাইন

Print Friendly and PDF