প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৩ ১২:১২ : অপরাহ্ণ
টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুতে গত ২৪ ঘণ্টায় ছোট-বড় মিলিয়ে ৩৬ হাজার ৬৯টি পরিবহন পারাপার হয়েছে। এতে সেতুতে টোল আদায় হয়েছে দুই কোটি ৭১ লাখ ৯৫ হাজার ৪০০ টাকা।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল টোল আদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের চেয়ে গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বৃদ্ধি পেয়েছে। এতে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী ২০ হাজার ৮২০টি পরিবহন সেতু পার হয়েছে। টোল আদায় হয়েছে এক কোটি ৪০ লাখ ১০ হাজার ১০০টাকা। এছাড়া উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ১৫ হাজার ২৪৯টি পরিবহন সেতু পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৩১ লাখ ৮৫ হাজার ৩০০টাকা। ফলে সেতুতে মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৭১ লাখ ৯৫ হাজার ৪০০টাকা।
বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, গত কয়েকদিনের চেয়ে গত ২৪ ঘণ্টায় সেতুতে টোল আদায় বেশি হয়েছে।
সূত্র – চ্যানেল২৪