চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

টাইগারদের বিশ্বকাপের দল ঘোষণা কবে জানালেন বাশার

প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৩ ১১:২৩ : পূর্বাহ্ণ

আর কয়েক মাস পরই ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ শক্তিশালী দল হওয়ায় এবারের বিশ্বকাপে বাংলাদেশের নিকট ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশাও বেশ। সেই বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যেই বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে বিসিবি। টাইগারদের বিশ্বকাপের দল কবে ঘোষণা হতে পারে সেটি জানিয়েছেন বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন।

বিশ্বকাপ দল ঘোষণা করতে আফগানিস্তান সিরিজ পর্যন্ত অপেক্ষা করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে বিসিবির নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘আফগানিস্তান সিরিজ পর্যন্ত অপেক্ষা করব। এরপরই আমাদের দল চূড়ান্ত করতে সুবিধা হবে। সেই পর্যন্ত মোটামুটি যতটুকু দেখা সম্ভব আমরা দেখব। সিরিজ দুটো জেতাই আমাদের প্রধান লক্ষ্য। এর মধ্যে আমরা খেলোয়াড়দের দেখব। এরপর আসলে খুব বেশি দেখার সুযোগ থাকবে না।’

 

 

ঘরের মাঠে আয়ারল্যান্ডকে সহজে হারানো গেলেও ইংল্যান্ডের মাটিতে আইরিশদের হারানো সহজ হবে না বলে মন্তব্য করেন বাশার। সেখানকার বৈরি আবহাওয়া আর কন্ডিশন টাইগারদের কঠিন চ্যালেঞ্জ জানাবে বলেও মনে করেন বিসিবির এই নির্বাচক।

তিনি বলেন, ‘মে মাসের শুরুতে ইংল্যান্ডে আবহাওয়া একটু ঠান্ডা থাকে। বৃষ্টি হতে পারে। উইকেট আদ্র থাকে। সবমিলিয়ে একদম প্রতিকূল পরিস্থিতিতে খেলতে হবে। তবে আমাদের ছেলেরা এখন প্রতিকূলতার সঙ্গে মানিয়ে নিয়ে খেলতে পারে।’

 

Print Friendly and PDF