প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২৩ ১২:১৬ : অপরাহ্ণ
সম্প্রতি বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে নানা সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রতিষ্ঠানটির পেজ থেকে একটি কোলাজ ছবি পোস্টের পরই যত সমালোচনার শুরু। এছাড়া কেউ কেউ সংগঠনের অতীতের অন্যান্য কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলেছেন। দিচ্ছেন পক্ষে-বিপক্ষে মতামতও।
এরই মাঝে বিদ্যানন্দকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরীন। যে পোস্টের মাধ্যমে তিনি জানিয়েছেন বিদ্যানন্দকে একটি অ্যাপার্টমেন্ট দিতে চান। সেই সঙ্গে বাংলাদেশকে নিয়েও পোস্টে উঠে এসেছে তীর্যক মন্তব্য।
পাঠকের জন্য পোস্টটি হুবহু তুলে ধরা হলো
বাংলাদেশ নামক পোড়া দেশে ভালো কাজের দাম নেই। সত্যিকার দেশপ্রেমের মূল্য নেই। সৎ এবং নিঃস্বার্থ মানুষের জায়গা নেই। ও দেশে সে কারণে আমার জায়গা হয়নি। আমার সততা আর সভ্যতাকে ও দেশ চরম অপমান করেছে, চরম অসম্মান করেছে, সত্য বলেছি বলে আমাকে অন্যায়ভাবে অত্যাচার করেছে। ওই দেশে সত্য ভূলুণ্ঠিত, ওই দেশে মিথ্যের জয়জয়কার। ওই দেশের চরিত্র আমি খুব ভালো করে জানি, ওই দেশকে আমি হাড়ে হাড়ে চিনি।