প্রকাশ: ১৮ এপ্রিল, ২০২৩ ১১:৪১ : পূর্বাহ্ণ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২০, ২১, ২২ ও ২৩ এপ্রিল সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ঈদের পর ২৪ এপ্রিল থেকে রমজান পূর্ববর্তী সময়সূচি অনুযায়ী (সকাল ১০টা- বিকেল ৫টা) পর্যন্ত সেগুলোর কার্যক্রম চলবে।
সোমবার (১৭ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারে এসব তথ্য জানায়।
এতে বলা হয়, ঈদ উদযাপন উপলক্ষে আগামী ২০ এপ্রিল (বৃহস্পতিবার) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। ফলে ২১, ২২ ও ২৩ এপ্রিলসহ মোট ৪ দিন দেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরপর নতুন সময় সূচি অনুযায়ী অফিস চলবে।
ঈদের ছুটির পর ২৪ এপ্রিল ( রোববার) বৃহস্পতিবার সকাল ১০টা থেকে আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হবে। আর শেষ হবে বিকেল ৫টায়। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।