চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

নিউজিল্যান্ডকে ৩৮ রানে হারাল পাকিস্তান

প্রকাশ: ১৬ এপ্রিল, ২০২৩ ২:০২ : অপরাহ্ণ

বাবর আজমের তাণ্ডবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৩৮ রানে হারিয়েছে পাকিস্তান। ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে গেছে এশিয়ার দেশটি।

শনিবার রাতে গাদ্দাফি স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাটে নেমে বাবর আজমের সেঞ্চুরি আর মোহাম্মদ রিজওয়ানের হাফ সেঞ্চুরিতে ৪ উইকেটে ১৯২ রান তোলে পাকিস্তান। জবাবে ব্যাটে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৫৪ রানে থামে কিউইরা।

 

 

এই জয়ে ৫ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে পাকিস্তান। এতে বড় অবদান বাবরের। ৫৮ বলে ১১ চার ও তিন ছক্কায় ১০১ রানে অপরাজিত ছিলেন। তার দ্বিতীয় পঞ্চাশ আসে কেবল ২২ বলে। আরেক ওপেনার রিজওয়ান ৩৪ বলে করেন ৫০ রান। ইফতিখারের ব্যাট থেকে আসে ১৯ বলে ৩৩ রান।

 

নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ১৯ রানের বিনিময়ে নেন ২ উইকেট।

জবাবে নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যান ছাড়া কেউ লড়াইটাই করতে পারেনি। এই ব্যাটার ৪০ বলে করেন ৬৫ রান। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেন চাঁদ বোয়েস।

স্বাগতিকদের অনায়াস জয়ে বড় ভূমিকা ছিল রউফের। টানা দ্বিতীয় ম্যাচে গতিময় এই পেসার নেন ৪ উইকেট। প্রথম ম্যাচে নিয়েছিলেন ১৮ রানে, এবার লেগেছে ২৭ রান।

আগামী সোমবার একই মাঠে সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নামবে পাকিস্তান।

 

 

সূত্র –বৈশাখী অনলাইন

Print Friendly and PDF