চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

জুয়ার বিজ্ঞাপনে অংশ নিয়ে বড় শাস্তির মুখে ম্যাককালাম

প্রকাশ: ১৬ এপ্রিল, ২০২৩ ১১:১২ : পূর্বাহ্ণ

নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ও ইংল্যান্ডের ইংল্যান্ডের টেস্ট দলের কোচ ব্রেন্ডন ম্যাককালাম জুয়ার বিজ্ঞাপনে অংশ নিয়ে ফেঁসে যাচ্ছেন। ম্যাককালাম দুর্নীতিবিরোধী নিয়ম লঙ্ঘন করেছেন কিনা, সেটি তদন্ত করছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

 

 

২২ বেট ইন্ডিয়া নামের বেটিং সাইটের অনলাইন বিজ্ঞাপনে অংশ নেন সাবেক কিউই অধিনায়ক। ইংলিশদের কোচ হওয়ার ছয় মাস পর ২০২২ সালের নভেম্বরে সাইপ্রাস ভিত্তিক বেটিং কোম্পানিটির সঙ্গে ৪১ বর্ষী সাবেক ক্রিকেটার চুক্তিবদ্ধ হন।

বেটিং কোম্পানির সঙ্গে ম্যাককালামের সর্ম্পকে বিষয়ে এক বিবৃতিতে ইসিবি জানিয়েছে, ‘আমরা এই বিষয়টি তদন্ত করছি। সাইপ্রাস ভিত্তিক বেটিং কোম্পানির ২২ বেট এর সঙ্গে সর্ম্পকের বিষয়ে ম্যাককালামের সঙ্গে আলোচনা হয়েছে। জুয়া নিয়ে আমাদের কিছু নিয়ম আছে এবং সবসময় আমরা সেগুলো নিশ্চিত করার চেষ্টা করি।’

 

 

ইসিবির বৈষম্য বিরোধী ধারা অনুযায়ী, ‘বেটিংয়ের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অনুরোধ করা, প্ররোচিত করা, প্রলুব্ধ করা, নির্দেশ দেয়া, প্ররোচিত করা, উৎসাহিত করা, সুবিধা দেয়া বা অনুমোদন করা, অন্য কোনো পক্ষকে বাজিতে প্রবেশের জন্য অনুমতি দেয়া বা প্রতিযোগিতা একটি অপরাধ।’

 

 

ধারা অনুযায়ী, এমন অপরাধের জন্য ন্যূনতম ১ বছর সমস্ত কার্যক্রমের বাইরে থাকার মতো শাস্তি হতে পারে।

 

 

সূত্র – চ্যানেল২৪

Print Friendly and PDF