চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

চিনির দাম কমানো নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী

প্রকাশ: ১৬ এপ্রিল, ২০২৩ ১:১৬ : অপরাহ্ণ

চিনির দাম কমানোর বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ (রোববার) জুট প্রোডাক্টস বিজনেস প্রমোশনাল কাউন্সিল গঠন সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদেও প্রশ্নের জবাবে একথা জানান মন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী বলেন, চাহিদার কারণে চিনির দাম বেড়ে গেছে। চিনির দাম কমানোর বিষয়ে আলোচনা চলছে। আমরা চেষ্টা করছি যতদূর পারা যায় দাম সীমিত রাখার।

 

 

মুরগির দামের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, মুরগির দাম বাণিজ্য মন্ত্রণালয়ের জানার কথা না। এটা বাণিজ্য মন্ত্রণালয় দেখে না। এটা মৎস্য মন্ত্রণালয় ফিক্সড করে দিলে ভোক্তা অধিকারের মাধ্যমে আমরা দেখতে পারি।

 

পাটজাত দ্রব্য নিয়ে আরও প্রচারের প্রয়োজন জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা পাটের পণ্যের ব্যবহার বাড়ানোর দিকে নজর দিচ্ছি। জুট প্রোডাক্টস বিজনেস প্রমোশনাল কাউন্সিল গঠন করে দিয়েছি। পাটজাত পণ্যের প্রচার ও প্রসারে ফান্ড সহায়তা বাড়াবে সরকার।

 

 

সূত্র –বৈশাখী অনলাইন

Print Friendly and PDF