চট্টগ্রাম, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ , ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

এ বছরই সারাদেশে সান্ধ্যকালীন স্বাস্থ্যসেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: ১৬ এপ্রিল, ২০২৩ ১:২৩ : অপরাহ্ণ

দেশে এ বছরই সব হাসপাতালে সান্ধ্যকালীন সেবা চালু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। আজ শনিবার (১৫ই এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের আটটি মেডিকেল কলেজ হাসপাতালে সিমেুলেশন ল্যাবরেটরি ও ই-লাইব্রেরির উদ্বোধনী অনুষ্ঠানে কথা জানান তিনি।

 

 

জাহিদ মালেক বলেন, “ইতোমধ্যেই ৫০টি সরকারি হাসপাতালে সান্ধ্যকালীন চিকিৎসা সেবা কার্যক্রম চালু হয়েছে। এই বছরের মধ্যেই দেশের সবগুলো জেলা ও উপজেলা হাসপাতালে সান্ধ্যকালীন সেবা কার্যক্রম চালু হবে।”

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “এতে করে স্বাস্থ্যসেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে যাবে। এছাড়া প্রতিটি জেলা হাসপাতালে এই বছরেই ১০টি কিডনি ডায়ালোসিস বেড স্থাপন করা হবে। এতে মানুষকে আর উন্নত চিকিৎসার জন্য ছুটোছুটি করতে হবে না।”

পর্যায়ক্রমে দেশের সকল মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজে এই ল্যাব ও ই-লাইব্রেরি চালু করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ।

 

 

সূত্র –বৈশাখী অনলাইন

Print Friendly and PDF