চট্টগ্রাম, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

২০ রমজানের মধ্যে মক্কা-মদিনা ভ্রমণ করেছেন ২ কোটি ২০ লাখ মুসল্লি

প্রকাশ: ১৫ এপ্রিল, ২০২৩ ২:১৫ : অপরাহ্ণ

পবিত্র রমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মক্কা-মদিনাতে মুসল্লিদের চাপ বেড়ে যায়। শুধু পবিত্র এ রমজানের প্রথম ২০ দিনে মক্কা ও মদিনা ভ্রমণ করেছেন ২ কোটি ২০ লাখ ওমরা পালনকারী মুসল্লি। গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর মহাসচিব এ তথ্য জানিয়েছেন।

পবিত্র রমজান মাসে গ্রান্ড মসজিদ এবং মসজিদে নববীতে আগত মুসল্লিদের সার্বিক বিষয়ে তুলে ধরেছেন শেখ ড. আব্দুর রহমান বিন আব্দুল আজিজ আল সুদাই। সৌদি প্রেস এজেন্সির কাছে তিনি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

গত ২৩ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হয়। এরপর থেকেই সৌদি আরবে ওমরা পালনকারীদের চাপ বাড়তে থাকে।

 

 

এদিকে রমজানের শেষ দশকে মক্কা মদিনায় আগত মুসল্লিদের কোনো ধরনের সমস্যায় পড়তে না হয় তার জন্য সর্বোচ্চ সতর্ক রয়েছে কর্তৃপক্ষ।

রমজানের শেষ দশকে দুই মসজিদকে পবিত্র রাখার জন্য প্রতি ১০ মিনিট পর পর ৪ হাজার পরিচ্ছন্নতা কর্মী কাজ করছেন। এছাড়া দিনে ৭০ বার ফ্লোর জীবাণুনাশক করা হচ্ছে। এছাড়া এ কাজে ব্যবহার করা হয়েছে রোবট, রোবটগুলো টানা ৮ ঘণ্টা কাজ করে।

 

 

রমজানে আগত ওমরা পালনকারীদের মালামাল এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে ৮ হাজার গাড়ি। এর মধ্যে রয়েছে ৩ হাজার ইলেকট্রিক গাড়ি।

এছাড়া গ্রান্ড মসজিদে দরজায় নিরাপত্তার জন্য ১৬০ জন কর্মী কাজ করছেন। তারা ওমরা পালনকারীদের সব ধরনের সহযোগিতা করছেন।

 

 

Print Friendly and PDF