চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

মার্কেটে আগুন ষড়যন্ত্র কি-না খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশ: ১৫ এপ্রিল, ২০২৩ ১২:১৯ : অপরাহ্ণ

সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন মার্কেটে আগুনের ঘটনার পেছনে কোন ষড়যন্ত্র বা নাশকতা আছে কি-না তা খতিয়ে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া দেশব্যাপী গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে নজরদারিতে বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। আজ (শনিবার) সকালে গণভবনে আওয়ামী লীগ স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

অগ্নিকাণ্ডের সঙ্গে বিএনপি-জামায়াতের অগ্নি-সন্ত্রাসের বিষয়টি জড়িত আছে কিনা তাও তদন্ত করে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী। এসময় তিনি বলেন, তারা (বিএনপি-জামায়াত) অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটিয়ে ভিন্ন পন্থা অবলম্বন করছে কিনা তা খতিয়ে দেখতে হবে’।

শেখ হাসিনা বলেন, এসব বিষয়ে সবাইকে আরো বেশি সচেতন থাকতে হবে। সকলের নিজস্ব উদ্যোগে পাহাড়ার ব্যবস্থা করতে হবে। সরকারের পক্ষ থেকে সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে’।

প্রধানমন্ত্রী বলেন, ফায়ার সার্ভিস আগুন নেভানোর সময় অযথা ভীড় করা যাবে না। তাদের কাজে কোন প্রকার বাধা দেয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’।

Print Friendly and PDF