চট্টগ্রাম, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ , ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার তাপমাত্রা আরও বাড়তে পারে

প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২৩ ১০:১১ : পূর্বাহ্ণ

চৈত্রের শেষ সময়ে পড়ছে প্রচণ্ড গরম। রংপুর বিভাগ ছাড়া দেশের সকল বিভাগের ওপর দিয়ে বুধবার মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে। এ পরিস্থিতি অন্তত আরও পাঁচ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদরা বলছেন, আগামী ১৫ থেকে ২১ এপ্রিল দেশের ১০টি জেলায় তীব্র তাপপ্রবাহ হতে পারে। মেহেরপুর, যশোর, ঝিনাইদহ, মাগুরা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে। তাপমাত্রা ৪৫ ডিগ্রিতে উঠতে পারে।

 

 

বুধবার (১২ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া মোংলাতে ৩৯.৫ যশোরে ৩৯.৪, রাজশাহীতে ৩৯.১, খুলনাতে ৩৯ ডিগ্রি সেলসিয়াস।

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, দেশের সাত বিভাগে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যেটি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Print Friendly and PDF