চট্টগ্রাম, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ , ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

১০ মাসের মধ্যে বিটকয়েনের দাম সবচেয়ে বেশি

প্রকাশ: ১২ এপ্রিল, ২০২৩ ১০:৪৭ : পূর্বাহ্ণ

বিটকয়েনের মূল্য ৩০ হাজার ডলার ছাড়িয়ে গেছে। গত ১০ মাসের মধ্যে এ প্রথম এত দাম উঠলো বৃহৎ ক্রিপ্টোকারেন্সির। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, শিগগিরই আক্রমণাত্মক মুদ্রানীতি গ্রহণ থেকে বিরত হবে ইউএস ফেডারেল রিজার্ভ (ফেড)। ইতোমধ্যে এ নিয়ে বাজি ধরেছেন বিনিয়োগকারীরা। ফলে বিটকয়েনের দর বৃদ্ধি পেয়েছে।

 

 

মঙ্গলবার (১১ এপ্রিল) কার্যদিবস শেষে ডিজিটাল মুদ্রাটির দাম বেড়েছে ১ দশমিক ৯৬ শতাংশ। প্রতিটির মূল্য স্থির হয়েছে ৩০ হাজার ২৩৩ ডলারে।

সবমিলিয়ে চলতি মাসের শুরু থেকে বিটকয়েনের দর বৃদ্ধি পেয়েছে ৬ শতাংশ। এর আগের মাস মার্চে যা বাড়ে ২৩ শতাংশ।

বুধবার (১২ এপ্রিল) মূল্যস্ফীতি তথ্য প্রকাশ করবে যুক্তরাষ্ট্র। আপাতত সেদিকে নজর রাখছেন ব্যবসায়ীরা। কারণ, প্রকাশিত তথ্যই নির্ধারণ করে দেবে, কী পরিমাণ সুদের হার বাড়াবে ফেড।

এর আগে বিশ্বজুড়ে ব্যাংকিং খাতে অস্থিরতা দেখা দেয়। এতে সুদহার বাড়ানো বন্ধ করবে ফেড বলে আশা জাগে। আবারও সেই সম্ভাবনা জোরালো হয়েছে।

ক্রিপ্টো ইল্ড প্লাটফর্ম ইল্ড অ্যাপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম ফ্রোস্ট বলেন, সাম্প্রতিক সময়ে বিটকয়েনের বাজার মূল্য বেড়েছে। এ যেন দীর্ঘ ঠাণ্ডা শীতের পর বিশুদ্ধ বাতাসে শ্বাস নেয়ার মতো অবস্থা।

 

 

সূত্র – চ্যানেল২৪

Print Friendly and PDF