প্রকাশ: ১০ এপ্রিল, ২০২৩ ১০:৩৩ : পূর্বাহ্ণ
ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদির ক্লাব আল-ফায়হার বিপক্ষে খেলতে নামার আগে নিজের সবশেষ তিন ম্যাচে করেছেন ছয়টি গোল। প্রতিটি ম্যাচেই ছিল জোড়া গোল। তবে রোববার (৯ এপ্রিল) রাতে সেই দ্বারা অব্যাহত রাখতে পারলেন না তিনি।
সৌদি প্রো লিগের গুরুত্বপূণ্য ম্যাচে গোলহীন ছিলেন সিআর সেভেন। তার ক্লাব আল নাসরও গোল শূন্য ড্রয়ে পয়েন্ট ভাগ করে ফিরেছে।
জাতীয় দলের হয়ে ইউরো বাছাই পর্বের ম্যাচে লিখটেনস্টেইন ও লুক্সেমবার্গের বিপক্ষে জোড়া গোল করেন রোনালদো। এরপর আল নাসরের হয়ে গত ৪ এপ্রিল আল-আদাহর বিপক্ষেও জোড়া গোল করেন।
গতকালও সুযোগ পেয়েছিলেন জোড়া গোলের। ম্যাচের দুই অর্ধে গোলের ফিফটি-ফিফটি সুযোগ কাজে লাগাতে না পারায় আর স্কোরশিটে নাম লেখাতে পারেনননি।
সূত্র – চ্যানেল২৪