চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

১ সপ্তাহে পাম অয়েলের মূল্য সর্বনিম্ন

প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৩ ২:২৮ : অপরাহ্ণ

মালয়েশিয়ার পাম অয়েলের সরবরাহ মূল্য আরও নিম্নমুখী হয়েছে। গত ১ সপ্তাহের মধ্যে যা সর্বনিম্ন। প্রতিদ্বন্দ্বী ভোজ্যতেলের দাম কমেছে। ফলে পাম অয়েলের দরও হ্রাস পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

শুক্রবার (৭ এপ্রিল) বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে পাম অয়েলের আগামী জুন মাসের সরবরাহ চুক্তি মূল্য কমেছে ২৩ রিঙ্গিত বা শূন্য দশমিক ৬ শতাংশ। কার্যদিবস শেষে প্রতি টনের দাম স্থির হয়েছে ৩ হাজার ৮০০ রিঙ্গিত। প্রধান বৈশ্বিক মুদ্রায় যা ৯৬৩ ডলার ৪৪ সেন্ট।

প্রতিবেদনে বলা হয়, অন্যান্য তেলের দাম কমলে পাম অয়েলের মূল্যও হ্রাস পায়। কারণ, ভোজ্যতেলের বিশ্ববাজারে জায়গা করে নিতে একে অপরের প্রতিযোগিতা করে সেগুলো। ফলে একটি দাম কমালে অপরটিও দর কমায়।

এদিন দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে সক্রিয় সয়াবিন তেলের চুক্তি মূল্য নিম্নমুখী হয়েছে ১ শতাংশ।পরিপ্রেক্ষিতে পাম অয়েলের দাম কমেছে ১ দশমিক ৩ শতাংশ। আর ছুটির কারণে শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) লেনদেন বন্ধ ছিল।

রয়টার্সের এক জরিপে দেখা যায়, মালয়েশিয়ায় পাম অয়েলের মজুত ব্যাপক কমেছে। বর্তমানে তা ১ দশমিক ৭৭ মিলিয়ন টনে দাঁড়িয়েছে। গত ৮ মাসের মধ্যে যা সবচেয়ে কম। কারণ, রমজান উপলক্ষে রপ্তানি বেড়েছে। এছাড়া সরবরাহ হ্রাস পেয়েছে।

 

 

সূত্র – চ্যানেল২৪

Print Friendly and PDF