চট্টগ্রাম, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ , ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

কৃষকদের বজ্রপাত থেকে রক্ষায় বজ্র নিরোধক দণ্ড

প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৩ ১০:২৮ : পূর্বাহ্ণ

হাওরাঞ্চলে বর্ষা মৌসুমে বজ্রপাত যেন আতঙ্কের নাম। মাঠে কাজ করতে গিয়ে প্রতিবছরই প্রাণ হারান অনেকে। রেহাই মেলে না পশুপাখিরও। এটি থেকে বাঁচতে, সুনামগঞ্জের হাওর এলাকায় বজ্র নিরোধক দণ্ড বসানোর প্রকল্প হাতে নেয় সরকার। এরই মধ্যে ৬ উপজেলায় স্থাপন করা হয়েছে, ২৪টি লাইটেনিং এরেস্টার টাওয়ার।

প্রতিটি টাওয়ার ১০৭ মিটার ব্যাসার্ধে থাকা লোকজন, পশুপাখি ও গাছপালাকে রক্ষা করবে। যা মাত্র ৬০ মাইক্রো সেকেন্ডের মধ্যে বজ্রপাতকে টেনে নিয়ে আসবে। এতে সুরক্ষা পাবেন কৃষকরা।

তুরস্কের তৈরি প্রতিটি বজ্র নিরোধক দণ্ড উন্নতমানের। একেকটি দণ্ড স্থাপনে খরচ হয়েছে ৬ লাখ টাকা। প্রতিটি দণ্ডের আশপাশের ৩০০ ফুট ভেতরে বজ্রপাত হলে তা টেনে এনে মাটিতে পাঠিয়ে দেবে দণ্ডের মাথায় লাগানো লাইটিং এরেস্টার নামক যন্ত্রটি। শুধু প্রতিরোধ নয়, বছরে ওই স্থানে সর্বমোট কতটি বজ্রপাত হয়েছে তা গণনা করেও রাখবে তুরস্ক থেকে আমদানিকৃত এ যন্ত্রটি।

 

 

জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, আগামীতে আরও বেশি করে বসানোর পরিকল্পনা রয়েছে সরকারের।

নিরাপত্তার স্বার্থে বাকি উপজেলায় দ্রুত বজ্র নিরোধক দণ্ড স্থাপনের দাবি হাওরবাসীর।

 

 

Print Friendly and PDF