প্রকাশ: ৬ এপ্রিল, ২০২৩ ৪:০৯ : অপরাহ্ণ
অবশেষে দীর্ঘ ৬ বছর পর ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠল ৩৬ বছর পর বিশ্বকাপ ঘরে তোলা আর্জেন্টেনা। সেই সঙ্গে টেবিলে অবনমন হয়েছে আগের শীর্ষস্থানধারী ব্রাজিলের। কাতার বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্স উঠে এসেছে দ্বিতীয় স্থানে। আর দুই ধাপ পিছিয়ে তৃতীয় স্থানে অবস্থান ব্রাজিলের।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থা (ফিফা) র্যাঙ্কিং হালনাগাদ করে। সেখানেই আর্জেন্টিনা টপকে যায় ব্রাজিলকে।
বিশ্বকাপের পর পানামা ও কুরাকাওয়ের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। নিজেদের সর্বশেষ ৮ ম্যাচের ৮টিতেই জিতেছে স্কালোনির দল। অন্যদিকে মরক্কোর কাছে প্রীতি ম্যাচে ২-১ গোলে হেরে যাওয়ায় পয়েন্ট হারিয়েছে ব্রাজিল।
মরক্কোর কাছে পরাজয়ের ফলে র্যাঙ্কিংয়ে ৬.৫ পয়েন্ট হারিয়েছে ব্রাজিল। তাই ১৮৪০.৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ব্রাজিল ১৮৩৪.২ পয়েন্ট নিয়ে ফিফার পরবর্তী র্যাঙ্কিংয়ে তিনে নেমে আসে। ১৮৩৮.৩৮ পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা আর্জেন্টিনা ১৮৪০.৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করে। তারা পানামার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়ে ১.৫২ পয়েন্ট, এরপর কুরাসাওয়ের বিপক্ষে ৭ গোলের জয়ে পেয়েছে আরও ১.০৪ পয়েন্ট।
দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্সের পয়েন্ট ১৮৩৮.৪। আগে ১৮২৩.৩ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ছিল টেবিলের তৃতীয় স্থানে।
সূত্রঃ চ্যানেল ২৪