চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

চিনির দাম কমিয়ে প্রজ্ঞাপন জারি

প্রকাশ: ৬ এপ্রিল, ২০২৩ ৫:৩৪ : অপরাহ্ণ

কেজিতে ৩ টাকা কমিয়ে খোলা চিনির দাম ১০৪ টাকা এবং প্যাকেটজাত চিনি ১০৯ টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেলে এক প্রজ্ঞাপন জারি করে এ দাম নির্ধারণ করা হয়। আগামী ৮ এপ্রিল থেকে এ দাম কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সুপারিশ অনুযায়ী পরিশোধিত চিনির সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে।

এতে বলা হয়- নতুন দরে খোলা চিনি পাওয়া যাবে প্রতি কেজি ১০৪ টাকায়, যা আগে ছিল ১০৭ টাকা। আর প্যাকেট চিনি এক কেজির দাম পড়বে ১০৯ টাকা, যা আগে ১১২ টাকা।

প্রসঙ্গত, গত ২৬ জানুয়ারি বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন (বিএসআরএ) প্রতি কেজি খোলা চিনির দাম ৫ টাকা বাড়িয়ে ১০৭ টাকা এবং প্যাকেটজাত চিনির দাম প্রতি কেজি ১১২ টাকা নির্ধারণ করে।

Print Friendly and PDF