চট্টগ্রাম, রোববার, ৫ জানুয়ারী ২০২৫ , ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

এল ক্লাসিকোয় রাতে আরেকটি বার্সা-রিয়াল দ্বৈরথ

প্রকাশ: ৫ এপ্রিল, ২০২৩ ১১:৩১ : পূর্বাহ্ণ

১৭ দিনের ব্যবধানে আরো একবার এল ক্লাসিকোয় মুখোমুখি বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ। কোপা দেলরের সেমিফাইনালের দ্বিতীয় লেগে লড়বে দুই চিরপ্রতিন্দদ্বী। ন্যু ক্যাম্পে লস ব্লাঙ্কোদের আতিথ্য দেবে ব্লগরানারা। বাংলাদেশ সময় রাত ১টায় ম্যাচটি মাঠে গড়াবে।

 

 

ঘরের মাঠ ন্যু ক্যাম্পে এক গোলে এগিয়ে থেকে নামবে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতেছিল ব্লগরানাররা। মৌসুমে দ্বিতীয় শিরোপা জয়ের পথেও টপকাতে হবে রিয়াল মাদ্রিদ বাধা। দলে নেই নতুন কোন ইনজুরি।

 

 

পেদ্রি, উসমান দেম্বেলে, ফ্রেঙ্কি ডি ইয়ং ও আন্দ্রেস ক্রিস্টেনসেনকে পাবেন না জাভি হার্নান্দেজ। শেষ তিন এল ক্লাসিকো জয়ের সঙ্গে রবার্ট লেভানদোভস্কির ফর্মে জয়ের আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছেন জাভি হার্নান্দেজ। লিগে ১৭ গোল পোলিশ তারকার।

 

 

বার্সেলোনার চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে থাকায় লিগ জয় এখন অনেকটাই কঠিন রিয়ালের জন্য। তাই মৌসুমে ঘরোয়া শিরোপা জিততে মরিয়া কার্লো আনচেলত্তি শীষ্যরা।

শেষ ছয় এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদ জিতেছে দুই ম্যাচ। আর বার্সেলোনার জয় চার। অতীত পরিসংখ্যানেও এগিয়ে কাতালানরা। ১১৯ জয়ের বিপরীতে রিয়ালের জয় ১০৪। ড্র হয়েছে ৬২ ম্যাচ। তবে এসব ছাপিয়ে জমজমাট এল ক্লাসিকোর অপেক্ষায় ফুটবল দুনিয়া।

 

 

সূত্র – চ্যানেল২৪

Print Friendly and PDF