চট্টগ্রাম, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ফের প্রথম হাফেজ তাকরিম

প্রকাশ: ৫ এপ্রিল, ২০২৩ ১১:৪৫ : পূর্বাহ্ণ

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ফের প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরিম। এবার ২৬তম দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম হলেন তিনি।

মঙ্গলবার (৪ এপ্রিল) বাংলাদেশ সময় দিবাগত রাতে প্রথম স্থান অধিকারী হিসেবে তাকরিমের নাম ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন ইথিওপিয়ার আব্বাস হাদি ও তৃতীয় স্থান অধিকার করেছেন সৌদি আরবের খালিদ সুলাইমান।

তাকরিমের বিজয়ী হবার খবরটি নিশ্চিত করেছেন তার শিক্ষক ও মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর প্রিন্সিপাল মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম।

গত ১২ জানুয়ারি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক নির্বাচনী পরীক্ষায় একদল বিজ্ঞ বিচারক মণ্ডলির রায়ে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নির্বাচিত হয় তাকরিম।

 

 

তাকরিম মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার কিতাব বিভাগের ছাত্র। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে। তার বাবা হাফেজ আবদুর রহমান একজন মাদরাসা শিক্ষক ও মা গৃহিণী। এর আগে, সৌদি আরব ও ইরানে আয়োজিত দুটি আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় যথাক্রমে প্রথম ও তৃতীয় স্থান অর্জন করে তাকরিম।

 

 

সূত্র – চ্যানেল২৪

Print Friendly and PDF