চট্টগ্রাম, মঙ্গলবার, ৩০ মে ২০২৩ , ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দ্বিতীয় দিনের শুরুতেই ফিরলেন মুমিনুল

প্রকাশ: ৫ এপ্রিল, ২০২৩ ১১:২৫ : পূর্বাহ্ণ

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ফিরে গেছে অভিজ্ঞ টাইগার ব্যাটার মুমিনুল হক। আগের দিনের রানের সঙ্গে ৫ রান যোগ করতেই মার্ক অ্যাডায়ারের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫৫ রান। মুশফিক ৪ ও অধিনায়ক সাকিব ৮ রানের অপরাজিত আছেন।

মঙ্গলবার (৪ এপ্রিল) মিরপুরে একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হয়। ম্যাচটি সরাসরি দেখাচ্ছে গাজী টিভি ও টি স্পোর্টস।

এর আগে প্রথম দিনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারি আয়ারল্যান্ড। তাইজুল ইসলামের ঘূর্ণিতে পড়ে প্রথম দিনে ২১৪ রানে অলআউট হয়ে যায় তারা। তাইজুল ৫ উইকেট তুলে নেন।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিনে ২ উইকেট হারিয়ে ৩৪ রান সংগ্রহ করে টাইগাররা। দিনের শেষ বলে তামিম ইকবালকে আউট করেন অ্যান্ডি ম্যাকব্রাইন। এতে করে ১৮০ রানে পিছিয়ে থেকে দিন শেষ করে স্বাগতিকরা।

এই ম্যাচের আগে মাত্র তিন টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে আয়ারল্যান্ডের। মাত্র চতুর্থ টেস্ট খেলতে নেমেই টাইগারদের চোখ রাঙানি দিচ্ছে আইরিশ বোলাররা।

 

আয়ারল্যান্ড স্কোয়াড
মারে কমিন্স, জেমস ম্যাককলাম, অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, পিটার মুর, কার্টিস ক্যাম্পার, লরকান টাকার, মার্ক অ্যাডায়ার, অ্যান্ডি ম্যাকব্রাইন, গ্রাহাম হিউম, বেঞ্জামিন হোয়াইট।

 

বাংলাদেশ স্কোয়াড
তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ, সাদমান ইসলাম।

 

সূত্র – চ্যানেল২৪

Print Friendly and PDF