চট্টগ্রাম, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মুস্তাফিজের এনওসি ও নিজেদের আইপিএলে যাওয়া নিয়ে যা বললেন সাকিব

প্রকাশ: ২ এপ্রিল, ২০২৩ ১০:৫৫ : পূর্বাহ্ণ

চলছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেটের সবচেয়ে বড় ও জনপ্রিয় টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। টুর্নামেন্টটির ১৬তম আসরে অংশ নিতে ইতোমধ্যে ভারতে গেছেন বাংলাদেশি তারকা পেসার মুস্তাফিজুর রহমান।

 

 

মুস্তাফিজ আইপিএলে যোগ দিলেও এখনও দেশেই রয়েছেন সাকিব আল হাসান ও লিটন দাস। দুইজনই রয়েছেন আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে। জানা গেছে আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্ট খেলেই ধরবে ইন্ডিয়ার বিমান।

আইপিএলে যাওয়ার প্রসঙ্গে সাকিব বলেন, ‘বোর্ড থেকে আগে থেকেই যখন ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড জানতে চায় কবে থেকে খেলতে পারবো, পুরো সময় অ্যাভেইলেবল আছি কি না। সে সময় এনওসির মতোই আসলে ওদের জানিয়ে দেয়া হয় কবে থেকে কবে পর্যন্ত খেলতে পারবো। সেখানে ছিল আমাদের যখন আন্তর্জাতিক কমিটমেন্ট থাকবে তখন বিসিবি এলাউ করবে না। সেভাবে বিসিবি করেছে, ওভাবেই আমরা এনওসি পেয়েছি।’

 

 

আইপিএলে নিজের এনওসি দেরিতে পাওয়ার কারণ হিসেবে সাকিব বলেন, ‘আগে থেকেই যখন ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড জানতে চায়, কবে থেকে খেলতে পারবো, পুরো সময় অ্যাভেইলেবল আছি কি না? সে সময় এনওসির মতোই আসলে ওদের জানিয়ে দেওয়া হয় কবে থেকে কবে পর্যন্ত খেলতে পারবো। সেখানে ছিল আমাদের যখন আন্তর্জাতিক কমিটমেন্ট থাকবে তখন বিসিবি এলাউ করবে না। সেভাবে বিসিবি করেছে, ওভাবেই আমরা এনওসি পেয়েছি।’

 

 

মুস্তাফিজুর রহমানের এনওসি নিয়ে সাকিব বলেন, ‘মুস্তাফিজ যদি টেস্ট দলে জায়গা পেতো তাহলে হয়তো তারও এখানে থাকতে হতো। সৌভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত হোক, ও যেহেতু টেস্ট দলে নেই, তাই যেতে পেরেছে আগে।’

 

 

সূত্র – চ্যানেল২৪

Print Friendly and PDF