প্রকাশ: ৩১ মার্চ, ২০২৩ ৪:৩১ : অপরাহ্ণ
আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার দাম বাড়ছেই। বৃহস্পতিবারও (৩১ মার্চ) শক্ত ধাতুটির দর ঊর্ধ্বমুখী হয়েছে। এ নিয়ে টানা ৪ দিন লৌহ আকরিকের মূল্য বাড়লো। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, গত সপ্তাহে অনেক অঞ্চলে বৃষ্টি হয়েছে। তাতে ইস্পাত বিক্রি সাময়িকভাবে কমেছে। ফলে চাহিদা বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। তাতে আকরিক লোহার দাম বেড়েছে।
এদিন চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি ব্যবসা করা আগামী মে মাসের কঠিন ধাতুটির দর বেড়েছে ১ দশমিক ৯১ শতাংশ। প্রতি টনের দাম স্থির হয়েছে ৯০৫ দশমিক ৫ ইউয়ান বা ১৩১ ডলার ৬৪ সেন্টে। সবমিলিয়ে চলতি সপ্তাহে বেঞ্চমার্কটির মূল্য বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৮ শতাংশ।
একই দিনে সিঙ্গাপুর এক্সচেঞ্জ বেঞ্চমার্কের সবচেয়ে সক্রিয় আকরিক লোহার আগামী মে মাসের চুক্তি মূল্য বেড়েছে ২ দশমিক ২৪ শতাংশ। টনপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ১২৫ ডলার ৬ সেন্টে। সবমিলিয়ে চলতি সপ্তাহে বেঞ্চমার্কটির দাম বেড়েছে ৭ দশমিক ৫ শতাংশ।
ক্রেতাদের উদ্দেশে লেখা এক নোটে হুয়াতাই ফিউচার্সের বিশ্লেষকরা বলছেন, স্বল্প মেয়াদে ইস্পাত উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা আছে। ফলে শক্ত ধাতুটি তৈরির মূল উপকরণ আকরিক লোহার দাম বেড়েছে।
সূত্র – চ্যানেল২৪