চট্টগ্রাম, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চবিতে ভর্তির আবেদন শুরু ৩০ মার্চ

প্রকাশ: ২৮ মার্চ, ২০২৩ ১১:৫১ : পূর্বাহ্ণ

চবিতে এবারের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন ২০১৯ সালে মাধ্যমিক ও ২০২১ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীরা। মেডিকেলে ভর্তি পরীক্ষার মতো দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার্থীদের প্রাপ্ত মোট নম্বর থেকে ৫ নম্বর কাটা যাবে।

 

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইনে (https://admission.cu.ac.bd) আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিকাশ কিংবা রকেটের মাধ্যমে আবেদন শুরুর দিন থেকে আগামী ১৪ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন ফি জমা দেয়া যাবে।

 

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪টি ইউনিট ও ২টি উপ-ইউনিটের মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। ইউনিটভিত্তিক ভর্তির যোগ্যতা চবির ওয়েবসাইটে বিস্তারিত পাওয়া যাবে৷ এমসিকিউ ১০০ নম্বর ও জিপিএ ২০ নম্বরের সমন্বয়ে মোট ১২০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

এবারও, ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটে ৪ হাজার ৯২৬টি আসনের জন্য শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

 

সূত্র – চ্যানেল২৪

Print Friendly and PDF