প্রকাশ: ২০ মার্চ, ২০২৩ ১০:৩৪ : পূর্বাহ্ণ
সময়টা একদম ভালো যাচ্ছে না পিএসজির। চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে হেরে বিদায় নেয় প্যারিস চ্যাম্পিয়নরা। এরপর লিগ ওয়ানের ম্যাচে ব্রেস্তের সঙ্গে কোনো রকম জয় পাওয়ার পর এবার রেনের কাছে হেরে বসলো মেসি-এমবাপ্পেরা।
রোববার (১৯ মার্চ) রাতে রেনের বিপক্ষে ২-০ গোলে হারে পিএসজি। চলতি বছরে রেনের কাছে এটি পিএসজির দ্বিতীয় পরাজয়। প্রথমার্ধের শেষ মুহূর্তে কার্ল তোকো একাম্বির দারুণ এক গোলে এগিয়ে যায় রেনে। ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় রেনে।