চট্টগ্রাম, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ , ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

পিএসজিকে হার থেকে রক্ষা করতে পারল না মেসি-এমবাপ্পেরা

প্রকাশ: ২০ মার্চ, ২০২৩ ১০:৩৪ : পূর্বাহ্ণ

সময়টা একদম ভালো যাচ্ছে না পিএসজির। চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে হেরে বিদায় নেয় প্যারিস চ্যাম্পিয়নরা। এরপর লিগ ওয়ানের ম্যাচে ব্রেস্তের সঙ্গে কোনো রকম জয় পাওয়ার পর এবার রেনের কাছে হেরে বসলো মেসি-এমবাপ্পেরা।

 

রোববার (১৯ মার্চ) রাতে রেনের বিপক্ষে ২-০ গোলে হারে পিএসজি। চলতি বছরে রেনের কাছে এটি পিএসজির দ্বিতীয় পরাজয়। প্রথমার্ধের শেষ মুহূর্তে কার্ল তোকো একাম্বির দারুণ এক গোলে এগিয়ে যায় রেনে। ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় রেনে।

বিরতি থেকে ফিরেই কালিমুয়েন্দুর গোলে ব্যবধান আরও বাড়ে। ৪৮তম মিনিটে তার গোলে ২-০তে এগিয়ে যায় রেনে। শেষ পর্যন্ত আর পরাজয় এড়াতে পারেনি পিএসজি।
চলতি মৌসুমে পিএসজির লিগে চতুর্থ হার। ২০২৩ সালের শুরুটা কেন যেন একেবারেই ভালো যাচ্ছে না দলটির। জানুয়ারিতেই রেনের কাছে হেরেছিল পিএসজি।
সূত্র – চ্যানেল২৪

Print Friendly and PDF