চট্টগ্রাম, শনিবার, ৯ নভেম্বর ২০২৪ , ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

হবিগঞ্জে শুরু অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, যাত্রীদের দুর্ভোগ

প্রকাশ: ১৯ মার্চ, ২০২৩ ১১:৩১ : পূর্বাহ্ণ

নয় দফা দাবিতে হবিগঞ্জে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে জেলা বাস-মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।

 

এতে সকাল পথে নেমে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। রোববার (১৯ মার্চ) ভোর থেকে ছাড়েনি কোন বাস। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দূরের যাত্রীরা।

 

জেলা শ্রমিক ইউনিয়ন জানায়, হবিগঞ্জ ২৫০ শয্যার সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে বেসরকারিভাবে পরিচালিত সব অ্যাম্বুলেন্স সরিয়ে নিতে নির্দেশ দেয় কর্তৃপক্ষ।

 

এ সিদ্ধান্তের প্রতিবাদে ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেয় অ্যাম্বুলেন্স সমিতি। এর সঙ্গে একাত্মতা জানায় বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।

সূত্র – চ্যানেল২৪

Print Friendly and PDF