চট্টগ্রাম, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ , ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ববি হাজ্জাজের ভ্যানগার্ড হয়ে এনডিএম কর্মীদেরকে কাজ করতে হবে : এমরান চৌধুরী

প্রকাশ: ১৮ মার্চ, ২০২৩ ২:১৭ : অপরাহ্ণ

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) চট্টগ্রাম মহানগরের সভাপতি এবং দলের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো: এমরান চৌধুরীর সাথে ১৭ মার্চ (শুক্রবার) বিকালে এনডিএম’র চট্টগ্রাম মহানগর কার্যালয়ে বিভিন্ন থানা নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় মো: এমরান চৌধুরী বলেন, আপনারা এমন কোনো কাজ করবেন না, যাতে সংগঠন বিতর্কৃত হয়। আমরা যাচাই বাছাইয়ের মাধ্যমে যোগ্য নেতাকে নির্বাচিত করেছি। ভুল ত্রুটি হতেই পারে, আমাদের সাথে সমন্বয় করবেন। মেধা, যোগ্য ও সাংগঠনিক ব্যক্তিকে নেতা নির্বাচন করে থানা ও ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছি। আমরা চাই কর্মীবান্ধব এনডিএম কমিটি আপনারা গঠন করবেন। কমিটি গঠন করার সময় প্রয়োজনে আপনারা স্থানীয় সংগঠনের নেতৃবৃন্দের সাথে সমন্বয় করবেন। ববি হাজ্জাজের ভ্যানগার্ড হয়ে এনডিএম কর্মীদেরকে কাজ করতে হবে। আগামী জাতীয় নির্বাচনের ক্ষেত্রে ববি হাজ্জাজ যাকে মনোনয়ন দিবেন তার পক্ষেই চট্টগ্রাম এনডিএম কাজ করবে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর এনডিএমের সাধারণ সম্পাদক মো: বেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কামরুল হুদা, প্রচার সম্পাদক আবদুল হামিদ, বন্দর থানা কমিটির ত্রাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক  মো: নাছের, সদস্য মো. নাছের উদ্দীন রানা, পতেঙ্গা থানার সভাপতি জানে আলম, সহসভাপতি মো. জুয়েল হোসেন, ইপিজেড থানার মো: আলম প্রমুখ নেতৃবৃন্দ

Print Friendly and PDF