চট্টগ্রাম, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ইএসপিএন ক্রিকইনফো অ্যাওয়ার্ড জিতলেন মেহেদী ও এবাদত

প্রকাশ: ১৮ মার্চ, ২০২৩ ১:০২ : অপরাহ্ণ

বিদায়ী বছরে সেরা ব্যাটিংয়ের পুরস্কার জিতেছেন বাংলাদেশের স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ক্রিকেট ভিত্তিক ভারতীয় সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো এই পুরস্কারের ঘোষণা দিয়েছে। এছাড়াও বর্ষসেরা টেস্ট বোলিংয়ের পুরস্কার জিতেছেন টাইগার পেসার এবাদত হোসেন।

 

প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে তাদেরকে টেস্টে হারের স্বাদ দেয় টাইগাররা। মাউন্ট মঙ্গানুইয়ে সেই ঐতিহাসিক জয়ের মূল নায়ক এবাদত হোসেন। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের ৪৬ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন ডানহাতি এই পেসার।

 

তার অলরাউন্ড পারফরম্যান্সে ঘরের মাটিতে ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নেয় লাল-সবুজ জার্সিধারীরা। দ্বিতীয় ওয়ানডেতে অনবদ্য ব্যাটিংয়ে সবাইকে চমকে দেন মিরাজ। চাপের মুখে ৮ নম্বরে ব্যাটিং করতে নেমে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি স্বাদ পান এই অলরাউন্ডার। ৮৩ বলে ৮ চার ও ৪ ছক্কায় তার ১০০ রানের ইনিংসটিতে জিতেছেন সেরা ওয়ানডে ব্যাটিং পারফরম্যান্সের পুরস্কার।

 

সেরা টি-টোয়েন্টি বোলারের পুরস্কার জিতেছেন স্যাম কারান। বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত ফর্মের জন্য এ পুরস্কার জিতেন তিনি। জনি বেয়ারেস্টো জিতেছেন টেস্টের সেরা ব্যাটারের পুরস্কার। তিনি ট্রেন্টব্রিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংসটির জন্য এ পুরস্কার জিতেন।

 

এবারের পুরস্কারের জুরি বোর্ডে ছিলেন ডেল স্টেইন, ড্যানিয়েল ভেট্টরি, ইয়ান বিশপ, টম মুডি, লিজা স্তালেকার, ওয়াসিম জাফর, পিটার বোরেন, ফারভিজ মাহরুফ, উরুজ মুমতাজ, নায়াল ও’ব্রায়েন, মার্ক নিকোলাসের মতো সাবেক ক্রিকেটাররা। সঙ্গে ছিলেন ইএসপিএনক্রিকইনফোর জেষ্ঠ্য সম্পাদক ও লেখকরা। তারা সবাই মিলে বাছাই করেছেন তিন ফরম্যাটের সেরা পারফরম্যান্সগুলো।

 

একনজরে ইএসপিএনক্রিকইনফোর বর্ষসেরা পুরস্কার
পুরুষ

সেরা টেস্ট ব্যাটিং: জনি বেয়ারস্টো ১৩৬*, প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

সেরা টেস্ট বোলিং: এবাদত হোসেন ৬/৪৬, প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

সেরা ওয়ানডে ব্যাটিং: মেহেদী হাসান মিরাজ ১০০*, প্রতিপক্ষ ভারত।

সেরা ওয়ানডে বোলিং: জাসপ্রিত বুমরাহ ৬/১৯, প্রতিপক্ষ ইংল্যান্ড।

সেরা টি-টোয়েন্টি (আন্তর্জাতিক) ব্যাটিং: সূর্যকুমার যাদভ ১১১*, প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

সেরা টি-টোয়েন্টি (আন্তর্জাতিক) বোলিং: স্যাম কারান ৩/১২, প্রতিপক্ষ পাকিস্তান।

সহযোগী দেশগুলোর মধ্যে সেরা ব্যাটিং: জর্জ মানসি ৬৬*, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।

সহযোগী দেশগুলোর মধ্যে সেরা বোলিং: ব্রেন্ডন গ্লোভার ৩/৯, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

সেরা টি-টোয়েন্টি (লিগ) ব্যাটিং: রজত পাটিদার ১১২*, প্রতিপক্ষ লখনৌ সুপার জায়ান্টস।

সেরা টি-টোয়েন্টি (লিগ) বোলিং: উমরান মালিক ৫/২৫, প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস।

বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটার: হ্যারি ব্রুক।

বর্ষসেরা অধিনায়ক: বেন স্টোকস।

 

নারী

সেরা ওয়ানডে ব্যাটিং: অ্যালিসা হিলি ১৭০, প্রতিপক্ষ ইংল্যান্ড।

সেরা ওয়ানডে বোলিং: সোফি একলেস্টন ৬/৩৬, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

সেরা টি-টোয়েন্টি ব্যাটিং: স্মৃতি মান্ধানা ৬১, প্রতিপক্ষ ইংল্যান্ড।

সেরা টি-টোয়েন্টি বোলিং: রেনুকা সিং ৪/১৮, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

সূত্র – চ্যানেল২৪

Print Friendly and PDF