চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ডিম বিক্রি বন্ধ

প্রকাশ: ১৫ মার্চ, ২০২৩ ৪:১৩ : অপরাহ্ণ

ডিম বিক্রি বন্ধ করেছে যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ডলার ট্রি ইনকরপোরেশন। বর্তমানে খাদ্যপণ্যটির দাম কমার কথা। কিন্তু ৬০ শতাংশ বেড়েছে। ফলে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ইয়াহু নিউজের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও কানাডাজুড়ে ৮ হাজারের বেশি স্টোর রয়েছে ডলার ট্রি’র।

মার্কিন প্রতিষ্ঠানটির মুখপাত্র জানিয়েছেন, ডিমের দর ব্যাপক বেড়েছে। ফলে বিক্রি বন্ধ করা হয়েছে। মূল্য হ্রাস না পাওয়া পর্যন্ত আমাদের স্টোরে তা আর বেচাকেনা হবে না।

 

ইকোনমিক ডাটা জানিয়েছে, ডিমের দাম রেকর্ড বৃদ্ধি পেয়েছে। গত জানুয়ারিতে প্রতি ডজনের দর ৫ ডলারে পৌঁছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫০০ টাকার ওপরে। বিশ্বব্যাপী এভিয়ান ফ্লু প্রাদুর্ভাবের কারণে এ ঊর্ধ্বমুখিতা তৈরি হয়।

তবে ইউএস সরকার প্রকাশিত ভোক্তা মূল্য তথ্যে দেখা যায়, গত ফেব্রুয়ারিতে ডিমের দাম ৬ দশমিক ৭ শতাংশ নিম্নমুখী হয়েছে।

উল্লেখ্য, বসন্তের ছুটিতে যুক্তরাষ্ট্রে ব্যাপক পরিমাণে ডিম বিক্রি হয়।

সূত্র – চ্যানেল২৪

Print Friendly and PDF