চট্টগ্রাম, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ , ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অপুর মামলা থেকে সরে দাঁড়ালেন আ. লীগ নেতা কামরুল

প্রকাশ: ১৪ মার্চ, ২০২৩ ১১:১১ : পূর্বাহ্ণ

অর্থপাচার প্রতিরোধ আইন ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সর্বোচ্চ আদালতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক ব্যক্তিগত সহকারী (এপিএস) আসামি নুরউদ্দিন আহমেদ অপুর জামিনের পক্ষে দাঁড়িয়ে সমালোচনার মুখে সরে দাঁড়ালেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম।

 

আজ মঙ্গলবার এপিএসের পক্ষে দাঁড়ানো আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম শুনানিতে আসেননি।

অপুর পক্ষে আওয়ামী লীগ নেতার আইনি লড়াই নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান নৈতিকতার প্রশ্নও তুলেছেন।

 

এদিকে দুদক আইনজীবী খুরশীদ আলম খান এ ব্যাপারে গণমাধ্যমে বলেন, আমাদের জন্য একটা আদর্শ হওয়া উচিত, যে আমাদের মধ্যে যারা সিনিয়র আইনজীবী, তারা আমাদের আদর্শগত দিকটা যদি উজ্জ্বল রাখেন, আমরা যারা তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করে পথ চলি। তাহলে নৈতিকতার মান আরও বৃদ্ধি পাবে।’

তবে অ্যাডভোকেট কামরুল ইসলাম গণমাধ্যমে বলেন,  অপু যে তারেকের পিএস এটা তার জানা নেই। মামলার কোথাও তো সেটা লেখা ছিল না। তার এক জুনিয়রের আপন ভাইয়ের মামলা, সেই হিসেবে তিনি শুনানি করেছেন।

সূত্র – চ্যানেল২৪

Print Friendly and PDF