চট্টগ্রাম, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও ইউএনও’র মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

প্রকাশ: ১৪ মার্চ, ২০২৩ ১১:০৩ : পূর্বাহ্ণ

জেলা প্রতিনিধি  ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও রাণীশংকৈল উপজেলার নির্বাহী অফিসার এর সরকারি মোবাইল নম্বর ক্লোন করে একটি অসাধু প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তির নিকট টাকা দাবি করছেন।
 
সোমবার (১৩ মার্চ) রাত সোয়া ৮ টায় বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান।
জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান বলেন, রাণীশংকৈল উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) বিষয়টি আমাকে অবগত করে বলেছেন যে, জেলা প্রশাসক ও নির্বাহী অফিসারের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে চেয়ারম্যানসহ বিভিন্ন ব্যক্তির নিকট অর্থ দাবি করছে একটি প্রতারক চক্র। তাই সকলকে সতর্ক থাকার জন্য আমরা জানিয়েছি ও এবিষয়ে সামাজিক যোগাযোগ মধ্যম ফেসবুকেও একটি সতর্ক বর্তা পোষ্ট করা হয়েছে। আমরা জেলা প্রশাসন খোঁজ নিচ্ছি ও বিষয়টি তদন্ত করছি।

Print Friendly and PDF