চট্টগ্রাম, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ , ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আগামী বছর ট্রিলিয়ন অর্থনীতির মাইলফলক অর্জনের আশাবাদ প্রধানমন্ত্রীর

প্রকাশ: ১৪ মার্চ, ২০২৩ ১১:২৫ : পূর্বাহ্ণ

গত এক দশকে বাংলাদেশ উন্নয়নের অবিস্মরণীয় অগ্রযাত্রার সাক্ষী আওয়ামী লীগ সরকার, এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী বছর ট্রিলিয়ন অর্থনীতির মাইলফলক অর্জনের বিষয়ে আশাবাদও ব্যক্ত করেছেন তিনি।

মঙ্গলবার (১৪ মার্চ) সকালে বাংলাদেশের এডিবির ৫০ বছর পূর্তি উপযাপন অনুষ্ঠানে এ আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। বলেন, সুশৃঙ্খল ও বাস্তবমুখী পরিকল্পনার মাধ্যমে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলছে বাংলাদেশ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দেশের উন্নয়ন কাঠামোতে প্রভাব ফেলছে। যুদ্ধের ফলে উন্নয়ন অংশীদাররা তাদের সুদের হার বাড়িয়ে দিয়েছে। যা বিভিন্ন প্রকল্পের জন্য অনিশ্চিয়তা ও বোঝা তৈরি করছে।

এ সময় দেশের আর্থিক ও অবকাঠামো উন্নয়নে সহায়তা করার জন্য এডিবিকে ধন্যবাদ জানান সরকার প্রধান। একইসাথে সংকটকালীন সময়ে ঋণদাতা সংস্থাকে সহজ শর্তে সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান শেখ হাসিনা।

Print Friendly and PDF