চট্টগ্রাম, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

হতাশা নয়, আত্মবিশ্বাস নিয়ে চলি, হারানোর কিছু নেই: প্রধানমন্ত্রী

প্রকাশ: ১৩ মার্চ, ২০২৩ ৫:৪২ : অপরাহ্ণ

আমি কখনও হতাশ হয়ে চলি না। আত্মবিশ্বাস নিয়ে চলি সবসময়। হারানোর কিছু নেই বলছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কাতার সফর নিয়ে সোমবার (১৩ মার্চ) বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন তিনি। আরও বলেন, দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই উন্নয়ন হচ্ছে। রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে উন্নয়ন হয়, সেটা আওয়ামী লীগ প্রমাণ করেছে। আওয়ামী লীগ সবসময় জনগণের জন্য দায়িত্ববোধ নিয়ে কাজ করে। জনগণ আমাদের মূল শক্তি।

কেউ কেউ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে জানিয়ে সরকার প্রধান বলেন, কিন্তু তারা সেটা করতে পারবে না।

প্রধানমন্ত্রী আরও বলেন, স্থিতিশীলতার জন্য নির্বাচন যেন সুষ্ঠু হয় তা দরকার। সরকার নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন করে দিয়েছে। জনগণের ভোটের অধিকার জনগণ প্রয়োগ করবে। যাকে খুশি তাকে ভোট দেবে। মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করেছে আওয়ামী লীগ। জনগণের কাছে যে যে কথা দিয়েছি, সেসব কথা রাখতে সক্ষম হয়েছি।

Print Friendly and PDF