চট্টগ্রাম, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ভোটকেন্দ্রে সংবাদকর্মীদের পুলিশ বাধা দিলে ছবি তুলে কমিশনে জানাবেন: সিইসি

প্রকাশ: ১৩ মার্চ, ২০২৩ ১:৪৬ : অপরাহ্ণ

ভোটকেন্দ্রে গণমাধ্যমকর্মীদের পুলিশ বাধা দিলে ছবি তুলে কমিশনে জানানোর পরামর্শ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল। সোমবার (১৩ মার্চ) দুপুরে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় কালে তিনি একথা বলেন।

এ সময় সিইসি বলেন, কেন্দ্রে কেউ বাধা দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। ভোটের সময় মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখলে জনমনে উদ্বেগ বাড়ে বলেও মন্তব্য করেন তিনি। এমন যেন না হয়, সেদিকে গুরুত্ব দিতে হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।

কেন্দ্রে কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তাদের ওপর খুব বেশি চাপ প্রয়োগ না করার পক্ষেও মত দেন হাবিবুল আউয়াল। বলেন, ভোটের দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

Print Friendly and PDF