প্রকাশ: ১১ মার্চ, ২০২৩ ১২:৫৬ : অপরাহ্ণ
সকলের সহযোগিতায় ১৪ বছরে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে সক্ষম হয়েছে বর্তমান সরকার। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (১১ মার্চ) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ বিজনেস সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সরকার কাজের সুযোগ সৃষ্টিতে কাজ করছে। দেশের ব্যবসা খাতের উন্নয়নের জন্য ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের প্রণোদনা প্যাকেজের ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, ২০২৬ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের ২০তম বৃহৎ অর্থনীতির দেশে পরিণত হবে। প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে ব্যবসা-বাণিজ্য সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নে ব্যবসায়ীদের সহযোগিতার আহ্বান জানান প্রধানমন্ত্রী।