চট্টগ্রাম, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ , ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

নারীদের বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়: আমু

প্রকাশ: ৯ মার্চ, ২০২৩ ১:০৮ : অপরাহ্ণ

আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, বর্তমানে বাংলাদেশে সার্বিক উন্নয়নের পাশাপাশি নারীর জীবনমানেরও উন্নয়ন হয়েছে। দেশের অর্ধেক জনগোষ্ঠী এই নারীদের বাদ দিয়ে বা পাশ কাটিয়ে কোনো উন্নয়ন সম্ভব নয়।

বুধবার ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি ক্ষেত্রে নারীর ক্ষমতায়নসহ তাদের এগিয়ে নেয়ার জন্য কাজ করছেন। তিনি ক্ষমতায় আসার পর দেশে নারীকে প্রতিটি ক্ষেত্রে স্বাবলম্বী করা হচ্ছে। নারীরা এখন আর পিছিয়ে নেই।

এর আগে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঝালকাঠি জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতর আয়োজিত শোভাযাত্রায় অংশ নেন আমির হোসেন আমু।

Print Friendly and PDF