চট্টগ্রাম, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ইবাদত বন্দেগিতে কাটলো পবিত্র শবে বরাত, বিশ্ববাসীর কল্যাণে প্রার্থনা

প্রকাশ: ৮ মার্চ, ২০২৩ ১১:২২ : পূর্বাহ্ণ

পবিত্র শবে বরাতে রাতভর ইবাদত বন্দেগি করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নিজ গৃহের পাশাপাশি মসজিদে মসজিদে ইবাদতে মশগুল ছিলেন ধর্মপ্রাণ মানুষ। পাপ মোচনে ও বিশ্ববাসীর কল্যাণে আল্লাহর কাছে দোয়া করেছেন প্রার্থনাকারীরা।

শবে বরাতে আল্লাহর সন্তুষ্টির আশায় রাতভর ইবাদত করেন মুসল্লিরা। নফল নামায, জিকির আসকার, কোরআন তেলাওয়াতের মাধ্যমে সময় কাটান ইবাদাতকারীরা।

গত কয়েক বছরের তুলনায় এবার শবে বরাতে মসজিদে মানুষের উপস্থিতি বেশি দেখা গেছে। নগরে আতশবাজি চোখে পড়েনি। পবিত্র এ রাতে কবরে থাকা আত্মীয় স্বজনদের জন্য দোয়া করতে যান মানুষ। প্রার্থনায় প্রিয়জনদের জন্য মাগফিরাত কামনা করা হয়।

এছাড়া, এতিম অসহায়দের মাঝে দান খয়রাত করেন সামর্থ্যবান মুসলিমরা। অনেকে খাবারও দেন অনাহারী মানুষকে।

Print Friendly and PDF