চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

১ বছরের মধ্যে গমের দর সবচেয়ে কম

প্রকাশ: ৮ মার্চ, ২০২৩ ১২:৩২ : অপরাহ্ণ

আন্তর্জাতিক বাজারে গমের দাম আরও নিম্নমুখী হয়েছে। ইউরোনেক্সটে খাদ্যপণ্যটির দর ১ বছরের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

 

কৃষ্ণসাগর বন্দর দিয়ে রাশিয়া ও ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি চুক্তির মেয়াদ বাড়ার দারুণ সম্ভাবনা তৈরি হয়েছে। এতে বিশ্ববাজারে গমের সরবরাহ বৃদ্ধি পেতে পারে বলে আশা জেগেছে। ফলে খাদ্যপণ্যটির দরপতন ঘটেছে।

 

প্যারিসভিত্তিক ইউরোনেক্সটে আগামী মে মাসের গমের সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে ১ দশমিক ৪ শতাংশ। প্রতি টনের দাম স্থির হয়েছে ২৭১ দশমিক ২৫ ইউরোতে। বৈশ্বিক প্রধান মুদ্রায় যা ২৮৯ ডলার ৮০ সেন্ট।

এর আগে টনপ্রতি গমের দাম নিষ্পত্তি হয় ২৬৮ দশমিক ৫০ ইউরোতে। ২০২২ সালের ফেব্রুয়ারির পর যা সর্বনিম্ন। গত সপ্তাহে খাদ্যশস্যটির দর বিগত ১ বছরেরও নিচে নেমে যায়।

সরবরাহকারী এক ডিলার বলেন, আন্তর্জাতিক বাজারে গমের দাম কমছে। তবে তা এখনও বেশি রয়েছে।

এক জার্মান ব্যবসায়ী বলেন, চলতি মার্চের মাঝামাঝি কৃষ্ণসাগর বন্দর দিয়ে রাশিয়া-ইউক্রেন খাদ্যশস্য রপ্তানি চুক্তির মেয়াদ শেষ হবে। তবে জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় সেটা বাড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছে তুরস্ক। দেশটির পররাষ্ট্র মন্ত্রী মেভলুত কাভুসোগলুর এমন মন্তব্যের পর গমের দাম কমছে।

সূত্র – চ্যানেল২৪

Print Friendly and PDF